বিএনপির অসহযোগ আন্দোলন নিয়ে যা বললেন মঈন খান

0

বিএনপির অসহযোগ আন্দোলন নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনে বিএনপির আজকের কর্মসূচি প্রমাণ করে বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল। যারা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আস্থাশীল হয়ে তাদের প্রতিবাদ ও আন্দোলন পরিচালনা করে থাকে।

বুধবার বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন প্রসঙ্গে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু এই সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এক গভীর অমানিশার অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। সেই উদ্দেশ্যেই আজ বিএনপি অসহযোগের মন্ত্রে সরকারকে দীক্ষিত করে দেশের আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here