সোমবার গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে প্রশান্ত মহাসাগর উপকূলে কম্পন অনুভূত হয়। বিশেষ করে আইওয়েটের বিস্তীর্ণ এলাকায় শক্ত কম্পন অনুভূত হয়েছে।
এ ভূমিকম্পের ফলে অন্তত ২৩ জন আহত হয়েছেন। অধিকাংশের আহত হওয়ার কারণ ছিল ভারি বস্তু চাপা পড়া। হাচিনোহেতে একটি হোটেলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তোহোকুতে একজন গাড়িসহ একটি গর্তে পড়ে যাওয়ার কারণে আহত হয়েছেন।
এ অবস্থায় জাপানে আটকা পড়েছেন দক্ষিণী তারকা প্রভাস। তিনি আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার ছবি ‘বাহুবলী: দ্য এপিক’ এর প্রচার করতে গিয়েছিলেন।
প্রভাসের নিরাপত্তা নিশ্চিত করেছেন পরিচালক মারুতি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন যে প্রভাস সম্পূর্ণ নিরাপদে রয়েছেন এবং বর্তমানে টোকিওতে নেই। এক্স হ্যান্ডেলেও দক্ষিণী তারকা নিজে অনুরাগীদের আশ্বস্ত করেছেন। পাশাপাশি তার আগামী ছবি ‘রাজা সাহেব’–এর পরিচালকও নিশ্চিত করেছেন যে প্রভাস সুস্থ আছেন।
সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর আপাতত জাপানে পরিস্থিতি শান্ত আছে।

