বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ফরহাদ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বুধবার ‘বাবাল বাহরাইন’ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ মিয়া (৩২) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মৃত আব্দুল আজিজ মণ্ডলের ছেলে।
এদিকে, ফরহাদের মৃত্যুর খবর শোনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফরহাদের স্ত্রী ও আট বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় ফরহাদ মিয়া নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।