নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মোটোরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটোরসাইকেলের এক আরোহী। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- নারায়নগঞ্জ জেলার গাউসিয়া শাওগাট এলাকা শাহিন(২৩) ও সানি (২২)।
নিহতের স্বজনরা জানিয়েছে, নারায়নগঞ্জ জেলার গাউসিয়া শাওগাট এলাকা থেকে ৩ বন্ধু শাহিন, সানি ও সায়েম ঈদ আনন্দ উপভোগ করতে ভৈরব বেড়াতে যায়। বেড়ানো শেষে তারা গাওসিয়া বাড়ি ফিরছিল। মোটোরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামকস্থানে পৌঁছলে একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ বাধে। ওই সময় মোটোরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই সানি ও শাহিন মারা যায়। গুরুত্বর আহত হয় সায়েম নামে আরেক মোটোরসাইকেল আরোহী। তাকে উদ্ধার করে নরসিংদী ১শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে ঢাকায় প্রেরণ করে।