বাস দুর্ঘটনা: ভান্ডারিয়ার নিহতদের বাড়িতে শোকের মাতম

0

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় নিহত পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাস যাত্রীদের বাড়িতে থামছেই না স্বজনদের আহাজারি। শোকের মাতম চলছে উপজেলার ৮ বাড়িতে। এর মধ্যে একটি বাড়ি শাহিনুর বেগমের। স্বামী ও সন্তানকে হারিয়ে পাগল প্রায় শাহিনুর।

শনিবার সকালে দুই ছেলে বাবাকে নিয়ে চিকিৎসা করাতে বরিশালের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দুপুরে খবর আসে স্বামী ও এক ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শুধু শাহিনুর বেগমের বাড়িতেই নয় খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই পিরোজপুরের ভান্ডারিয়ার যাত্রী হওয়ায় তাদের অনেকের স্বজনই দুর্ঘটনাস্থলে ও ঝালকাঠি জেলা হাসপাতালে রয়েছেন। তবে নিহত যাত্রীদের বাড়িতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্বজনরা ভিড় জমাচ্ছেন তাদের বাড়িতে শেষ দেখার জন্য। ফলে সেখানে তৈরি হচ্ছে হৃদয় বিদারক দৃশ্য।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here