বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার! রজনীকান্তের বর্ণময় জীবন এবার বড়পর্দায়

0

এবার বড়পর্দায় আসতে চলেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বায়োপিক। আর সেই ছবি বানানোর দায়িত্ব নিলেন সাজিদ নাদিয়াওয়ালা। বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে নতুন একটি প্রজেক্টের জন্য রজনীকান্তের সঙ্গে হাত মেলাতে চলেছেন সাজিদ নাদিয়াওয়ালা। আর তারপর থেকেই নানা জল্পনা। এবার জানা গেল তারা দু’জনের আসলে হাত মিলিয়েছেন রজনীকান্তের বায়োপিক আনার জন্য। খবর হিন্দুস্তান টাইমসের।

বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে সম্প্রতি জানানো হয়েছে সাজিদ নাদিয়াওয়ালা একটি বড়সড় চুক্তি সই করেছেন রজনীকান্তের সঙ্গে, তাও যে সে ছবির জন্য নয়। একেবারে অভিনেতার বায়োপিকের জন্য। সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে প্রযোজক যে কেবল অভিনেতার অভিনয়ের ফ্যান সেটাই নয়, তিনি ব্যক্তি হিসেবেও ভীষণই পছন্দ করেন রজনীকান্তকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here