জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সেখানে তিনি কথা বলেছেন নানা বিষয় নিয়ে। এই বর্ষ ীয়ান অভিনেতা বললেন, তিনি পাঠান সিনেমা দেখেননি, তবে শাহরুখ খান যে সহমর্মিতা পাচ্ছেন সেটা ন্যায্য।
সিনেমা পরিচালক শৈবাল মিত্রের নতুন ছবি ‘হোলি কনস্পিরেসি’তে একসাথে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহ। জে এনইউ-তে সেই সিনেমার প্রদর্শনী হয়েছে।
সিনেমার পর আলোচনা সভায় নাসিরুদ্দিন বলিউড নিয়ে একাধিক মন্তব্য করেছেন। তার বক্তব্য, যত দিন যাচ্ছে বলিউড তত বাস্তব থেকে সরে যাচ্ছে। এই মুহূর্তে ভারতের সমস্যাগুলি বলিউড সিনেমায় ধরা পড়ছে না ।
এই জীবন্ত কিংবদন্তি মনে করেন, বলিউড ভারতের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছে। মন্তব্য করলে যদি কাজ না মেলে ! সেকারণেই চলতি পরিস্থিতি নিয়ে খুব কম অভিনেতা-পরিচালকেরাই মুখ খোলেন বলে মনে করছেন নাসিরুদ্দিন।’