বাসে আগুন দেয়ার ঘটনায় দুই ছাত্রদল নেতা আটক

0

কুষ্টিয়ায় থানার সামনে বাসে আগুন দেয়ার ঘটনায় দুই ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।  

বুধবার রাত ১১টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে হাইওয়ে পুলিশ থানার সামনে রাখা একটি বাস আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়কে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে বাসে আগুন দেয়া বাকী সন্ত্রাসীদের নাম জেনেছে পুলিশ। তদন্তের স্বার্থে এখনি তা প্রকাশ করা হচ্ছে না। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আটককৃতরা জানিয়েছে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির সরকারের নির্দেশে বাসে আগুন দেয়া হয়। বাসে আগুন দিতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুলই ছাত্রদলের হৃদয়সহ বাকিদের জড়ো করে। 

এ ঘটনায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির সরকারের বক্তব্য জানা যায়নি। তার মোবাইল ফোন বন্ধ। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here