গাজীপুরের কালিয়াকৈরে দুপুরে বাস চাপায় ভ্যানচালক নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর ঘাতক বাস জব্দ করেছে পুলিশ।
নিহত হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ী থানার দক্ষিণ সাইড গোপালপুর পাগলা হাটবাজার এলাকার মিনহাজ মিয়ার ছেলে শামীম মিয়া (৩০)।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। তবে বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।