রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৯১ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এসব উপকরণ বিতরণ করেন।
কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের আওতায় উপজেলাতে ৫ হাজার ২৮০ জন কৃষক-কৃষাণীর অন্তর্ভুক্ত হবেন।