রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় অভিযান চালায় প্রশাসন।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
জানা গেছে, জামালপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গায় গাছ কর্তন করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছিলেন স্থানীয় বাবু বিশ্বাসের ছেলে শরিফুল বিশ্বাস। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘর ভেঙে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া টিন, বাঁশ ও কাঠের খুঁটি জব্দ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে শরিফুল বিশ্বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ঘর নির্মাণের সামগ্রী জব্দ করা হয়েছে।

