রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নির্বাচনি পথসভার আয়োজন করে।
পথসভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনে (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। পথসভায় জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নেতাকর্মীর উপস্থিতিতে নির্বাচনি পথসভা জনসভায় রূপ নেয়।