ইন্দোনেশিয়ার পর্যটন অঞ্চল বালি কর্তৃপক্ষ বিদেশি পর্যটকদের মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। ট্রাফিক আইন ভঙ্গ করার মতো নানা অভিযোগের পর এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
বালির গভর্নর ওয়াইন কোস্তের বলেছেন, ‘শার্ট বা কাপড় ছাড়া খালি গায়ে আপনার মোটর বাইক চালিয়ে গোটা দ্বীপ ঘোরা উচিত নয়। হেলমেট ছাড়া ঘোরা ঠিক নয়। এমনকি অনেকে লাইসেন্স ছাড়াই বাইক চালায়।’
বালির গভর্নর বলেছেন, ‘আপনি পর্যটক, তাই আপনার পর্যটকের মতো আচরণই করা উচিত।’
স্থানীয়দের কাছ থেকে মোটরসাইকেল ভাড়া করে থাকেন বিদেশি পর্যটকরা। তারা জ্যাম ও ঝামেলা এড়াতে এই দুই চাকার বাহনটি বেছে নেন।
তবে এই নিয়ম কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানায়নি বালি কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি