বালাশী–বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতুর দাবিতে গাইবান্ধায় মশাল মিছিল

0
বালাশী–বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতুর দাবিতে গাইবান্ধায় মশাল মিছিল

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও রেলসেতু বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) রাতে ব্রহ্মপুত্র নদ তীরে বালাশী ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ হাতে মশাল নিয়ে সমবেত হন বালাশী ঘাটে।

কর্মসূচির আয়োজন করে বালাশী–বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি, গাইবান্ধা।

‘আসো বাহে বালাশী বাচাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ব্রহ্মপুত্র নদের তীর। জ্বলজ্বলে মশালের আলো যেন প্রতিফলিত করছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন—একটি স্থায়ী সেতুর বাস্তবায়ন।

মিছিলে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এসএম হুনান হক্কানী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বকশী, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক নজর বীন কেনান হক্কানীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বালাশী–বাহাদুরাবাদ সেতু নির্মিত হলে গাইবান্ধা ও জামালপুরসহ উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এতে অর্থনীতি, কৃষি, শিক্ষা ও বাণিজ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তারা আরও বলেন, এই সেতু হবে সংযোগের, সম্ভাবনার ও জীবনের প্রতীক। ব্রহ্মপুত্রের বুক চিরে এক সেতুই বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভাগ্য।

একসময় দেশের অন্যতম ব্যস্ততম নৌঘাট ছিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশী ঘাট। এখনো প্রতিদিন হাজারো মানুষ নদী পারাপার হয় এ ঘাট দিয়ে, তাই স্থানীয়দের প্রত্যাশা বালাশী–বাহাদুরাবাদ সেতু বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here