ফঁক কেসিয়ের বার্সেলোনা অধ্যায় শেষ হয়ে গেল এক মৌসুমেই। ২৬ বছর বয়সী মিডফিল্ডারের নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব আল আহলি। গত মৌসুমেই এসি মিলান থেকে বার্সেলোনায় যোগ দেন কেসিয়ে। তার চুক্তি ছিল ২০২৬ পর্যন্ত। কিন্তু সেই পথচলা থমকে গেল এবারই। কোত দি ভোয়ার এই মিডফিল্ডারকে দলে পেতে ১ কোটি ২৫ লাখ ইউরো লেগেছে আল আহলির।
আল আহলি চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবল থেকে আগেই দলে নিয়েছে রবের্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ, এদুয়াঁ মঁদির মতো তারকাদের। এই দলের কোচ হিসেবে যোগ দিয়েছেন রেড বুল সালসবুর্কের সফল কোচ মাথিয়াস জাইসলে। নিজ দেশের ক্লাব পেশাদার ফুটবল শুরুর পর ২০১৫ সালে আতালান্তার হয়ে ইউরোপিয়ান ফুটবলে পা রাখেন কেসিয়ে। সেখানে খুব নিয়মিত হতে পারেননি। এর মধ্যে ধারে খেলেছেন চেজেনা ও এসি মিলানে। দুই মৌসুম ধারে মিলানে খেলার পর ২০১৯ সালে মিলান তাকে স্থায়ী চুক্তিতেই দলে নেয়।