বার্সেলোনা অধ্যায় চুকিয়ে মায়ামিতে বুসকেতস

0

ম্যাচের পর ম্যাচ আর মৌসুমের পর মৌসুমে দুইজন ছিলেন বার্সেলোনার ভরসা আর প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ। সেই লিওনেল মেসি ও সের্হিও বুসকেতস আবার একই জার্সিতে নামবেন মাঠে। বার্সেলোনা অধ্যায় চুকিয়ে বুসকেতস নাম লেখালেন মেসির নতুন ক্লাব ইন্টার মায়ামিতে।  

গুঞ্জন চলছিল অবশ্য বেশ কিছুদিন ধরেই। এবার আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো। মেজর লিগ সকারের ক্লাবটি শুক্রবার জানায়, ফ্রি এজেন্ট হিসেবে বুসকেতসকে দলে নিয়েছে তারা। 

তাকে দলে পেতে সৌদি আরবের ক্লাব নাস্‌র ও আল হিলালের আগ্রহের কথাও এসেছে সংবাদমাধ্যমে। তবে তিনি মায়ামিতেই সঙ্গী হলেন মেসির।  বুসকেতসকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে ইন্টার মায়ামি, যেখানে তার প্রশংসা করে নানা কথা বলেছেন মেসি, পেপ গুয়ার্দিওলা, শাভি এর্নান্দেস, লুকা মদ্রিচের মতো তারকারা। 

মেসি ও বুসকেতস ইন্টারে সঙ্গী হিসেবে পেতে পারেন আরেক সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবাকে। তার সঙ্গে এই ক্লাবের কথা চলছে বলে খবর এসেছে নানা সংবাদমাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here