স্পেনের বার্সেলোনায় অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া (বাংলাদেশ অ্যাসোসিয়েশন) এর উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি করিম আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সেলর রামন পেদ্র।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যাতে বাংলাদেশের ইতিহাস জেনে বেড়ে ওঠে, সেজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাবেক সভাপতি সাহাদুল সুহেদ, অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার উপদেষ্টা ওয়াজিজুর রহমান মুজিব, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ সালেহ আলী, গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল জব্বার, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি তুতিউর রহমান, মানবাধিকার কর্মী মোহামেদ কামরুল, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব শফিকুর রহমান, অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক ফাহাদ আহমেদ, মাথিউড়া ইউনিয়ন উন্নয়ন সংস্থার সভাপতি নুরুজ্জামান আলী, বিজনেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম অপি, কমিউনিটি ব্যক্তিত্ব লিমন আহমেদ, ফরিদ আহমেদ, নুনু মিয়া প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। বিজয় দিবসের এ অনুষ্ঠানে বার্সলোনার স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি, শিশু কিশোর ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

