স্পেনের বার্সেলোনায় বাংলা স্কুলের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় এস্কুয়েলা দে রবেনদারিয়ার একটি হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বার্সেলোনা বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্র বেরনাউস।
অনুষ্ঠানে বাংলা স্কুলের শিক্ষিকা মাসুদা পারভিন, শাহানা ইয়াসমিন, শাবরিন জাহান পুতুলের তত্ত্বাবধানে স্কুলের শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও সদস্য সালাহ উদ্দিন। পরে বিজয়ীদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।