বার্সেলোনায় কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন

0

স্পেনের বার্সেলোনায় কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট বার্সেলোনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে এমপুরিয়াব্রাভা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত এ বনভোজনে বার্সেলোনায় বসবাসরত কুলাউড়া উপজেলার প্রবাসীরা এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স্থানীয় সময় সকাল ১০টায় বার্সেলোনা থেকে বাসযোগে এমপুরিয়াব্রাভা সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করা হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর পর সবার মাঝে বাঙালিয়ানা খাবার পরিবেশন করা হয়। 

বনভোজনে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল কাদির ও আব্দুল আহাদ, সভাপতি আব্দুল মুক্তাদির মুক্তি, সিনিয়র সহ-সভাপতি তুতিউর রহমান, সহ-সভাপতি আবু কাসেম স্বপন, আতাউর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সহ-কোষাধ্যক্ষ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফারিহা আক্তার মিম, কার্যনির্বাহী সদস্য শিপলু আহমদ নিয়াজী, সাহাদুল সুহেদ, আফাজ জনি  প্রমূখ।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন আব্দুল বাসিত কয়সর, শফিক উদ্দিন, ওয়াজিজুর রহমান মুজিব, মুজিবুল ইসলাম জুমন প্রমূখ।

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের সভাপতি আব্দুল মুক্তাদির মুক্তি ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান জানান, নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করার প্রত্যয়ে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে গ্রীষ্মের ছুটিকালীনসময়ে বনভোজনের আয়োজন করা হয়; যে আয়োজনে সংগঠনের সবাই পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here