বার্সেলোনাকে হারানোর পর ‘খোঁচা’ মারেস্কার

0
বার্সেলোনাকে হারানোর পর ‘খোঁচা’ মারেস্কার

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখির আগে বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে দ্য ব্লুজরা হেরেছে কেবল একবার। এবার জয়ের পাল্লা আরও ভারি হলো এনজো মারেস্কার দলের। ২০২৫–২৬ মৌসুমে তৃতীয় আন্তর্জাতিক বিরতির পর চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেল চেলসি। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে চেলসি। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রথম তিনটি স্থানে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।

এদিন বার্সার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে মারেস্কা বলেন, “এটি দুর্দান্ত জয়। সত্যি বলতে, এর বেশি কিছু নয়। আমরা জানতাম এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। তবে সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’’

এসময় তিনি বার্সেলোনা খোঁচা দিয়ে বলেন, ‘‘যখন আপনি বার্সেলোনাকে হারাবেন এবং জয়টা কাতালানদের বিপক্ষে, তা সবসময়ই আনন্দের। আজ আমরা খুশি।”

তিনি বলেন, “আমরা কারাবাগের মাঠে পয়েন্ট খুইয়েছিলাম। তারপর বেনফিকা ও আয়াক্সকে হারিয়েছি। আর শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছি। এতে বুঝা যায় যে, সব ম্যাচই জটিল।”

চেলসির হয়ে প্রথম গোলটি ছিল আত্মঘাতী। জুলস কুন্দের পা থেকে সে গোল উপহার পায় স্বাগতিকরা। দ্বিতীয় গোল ছিল ১৮ বছর বয়সী এস্তেভাও উইলিয়ানের।

ব্রাজিল ফরোয়ার্ডকে নিয়ে মারেস্কা বলেন, “এটি তার জন্য একটি অসাধারণ রাত। তবে আমি মনে করি এটি পুরো ক্লাব এবং সমস্ত সমর্থকদের জন্যও বিশেষ রাত। রাতটি সবার জন্য খুবই আনন্দের।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here