বার্সেলোনাকে হারাতে বোনাস ঘোষণা রিয়াল সভাপতির

0

স্প্যানিশ সুপার কাপে আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। তাতে খেলোয়াড়দের তাঁতিয়ে দিতে মোটা অঙ্কের বোনাস ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত এর খবর অনুযায়ী, শিরোপা ট্রফি জিততে পারলে প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো। মোট ৪০ লাখ ইউরো খেলোয়াড়দের সঙ্গে পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে প্রাপ্য অর্থের অর্ধেক-ই বোনাস।

রিয়াল সভাপতির পুরস্কার ঘোষণার পেছনে অবশ্য কারণও রয়েছে। গত আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। এবার প্রতিশোধ নেওয়ার পালা। শিরোপা পুনরুদ্ধার করার লড়াইয়ে খেলোয়াড়দের দলকে অনুপ্রাণিত করতেই হয়তো বোনাস ঘোষণা করেছেন পেরেজ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here