বার্সা শিবিরে হতাশা! শাস্তি বাড়ল জাভির

0

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার কার্ড নিয়ে যখন হতাশায় ভুগছিল বার্সা, তখনই কোচ জাভি হার্নান্দেজের কপালেও ‘রেড সিগনাল’ জুটে। সহকারী রেফারির সঙ্গে বাগবিতন্ডায় জড়ানোয় তাকে ম্যাচের পরবর্তী সময়ে বক্সে বসেই খেলা দেখতে হয়। সেই শাস্তির মাত্রা এবার আরও বেড়ে গেছে জাভির। 

আগামী দুই ম্যাচেও এই স্প্যানিশ কোচকে ডাগআউটে পাবেন না শিষ্যরা। জাভি কেবল মাঠেই রেফারির প্রতি ক্ষুব্ধ ছিলেন না, সেটি তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও টেনে নিয়ে যান। পরবর্তীতে শাস্তি বাড়িয়ে জাভিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে কাদিজ ও ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচে রাফিনিয়াকেও পাবে না বার্সা।

অন্যদিকে ম্যাচ শেষে জাভি জানান, ‘মানুষ যে ফুটবল দেখতে চায় না, সেটিই তো স্বাভাবিক। এটাই যদি হয় আমাদের লিগের পণ্য, যেটা আমরা বিক্রি করে থাকি, তবে সেটা লজ্জাজনক। পুরোপুরি লজ্জাজনক। সবাই দেখেছে কী ঘটেছে। বলতেই হচ্ছে, আমাদের চুপ থাকা উচিত নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here