দলের একের পর এক হারে চাকরি ধরে রাখতে পারলেন না ওয়েইন রুনি। কোচের পদ থেকে সাবেক এই ইংলিশ ফরোয়ার্ডকে বরখাস্ত করল চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহ্যাম সিটি। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দলটি এক বিবৃতি দিয়ে ৩৮ বছর বয়সী রুনির সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায়।
১৫ ম্যাচ ও ৮৩ দিন পরই শেষ হয়ে গেল রুনির বার্মিংহ্যাম অধ্যায়। সাড়ে তিন বছরের চুক্তিতে গত ১১ অক্টোবর তাকে নিয়োগ দিয়েছিল দলটি। তখন চ্যাম্পিয়নশিপের টেবিলে ষষ্ঠ স্থানে ছিল বার্মিংহ্যাম। সেখান থেকে দলটি এখন নেমে গেছে ২০ নম্বরে। সবশেষ সোমবার তারা ৩-০ গোলে হারে লিডস ইউনাইটেডের বিপক্ষে। রুনির কোচিংয়ে ১৫ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে বার্মিংহ্যাম, জয় স্রেফ ২টি ও ড্র ৪টি।