বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন, আশঙ্কাজনক অবস্থায় ৬

0
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন, আশঙ্কাজনক অবস্থায় ৬

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন ৪২ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৬ জন।

বৃহস্পতিবার রাত ৮টার পর এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘গত দুই দিনে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা ২৩ রোগীর মধ্যে ১৩ জনের অবস্থার উন্নতি ঘটেছে। তাদের মধ্যে অনেককেই দু-এক দিনের মধ্যে রিলিজ দেওয়া হতে পারে।

আগুনে পোড়া রোগীর অবস্থা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে উল্লেখ করে মোহম্মদ নাসির উদ্দিন বলেন, ‘সিভিয়ার ক্যাটাগরিতে থাকা ১৩ রোগীর মধ্যে কয়েকজন সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারেন। বর্তমানে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ৮ জন।’

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে চিকিৎসাবিষয়ক সিদ্ধান্ত তারা নিচ্ছেন।’ একই সঙ্গে চীন থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে আগামীকাল তাদের বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, ‘এ মুহূর্তে রক্তের কোনো প্রয়োজন নেই। পাশাপাশি স্কিন ডোনেশনও তারা আপাতত নিচ্ছেন না।এ ছাড়া অনেকে আর্থিক সাহায্য দিতে চাচ্ছেন, সেটিরও প্রয়োজন নেই। চিকিৎসাসংক্রান্ত সব খরচ সরকার বহন করছে।’

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here