বায়োস্কোপে কোরিয়ান সিরিয়াল মিস্টার কুইন

0

বায়োস্কোপে সম্পূর্ণ বাংলা ডাবিং-এ দেখা যাচ্ছে কোরিয়ান ড্রামা সিরিজ ‘মিস্টার কুইন’।
দেশের কোরিয়ান ড্রামা (কে-ড্রামা) সিরিজের ভক্তদের জন্য এবার বায়োস্কোপে গত ১৬ নভেম্বর মুক্তি পেল সম্পূর্ণ বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় কোরিয়ান ড্রামা সিরিজ ‘মিস্টার কুইন’। ফ্যান্টাসি আর ইতিহাসের মেলবন্ধনে নির্মিত এই সিরিজটি কে-ড্রামা ভক্তদের মন জয় করে নিয়েছে অনেক আগেই! তবে, এবার নতুন আঙ্গিকে নিজ ভাষায় সিরিজটি উপভোগ করতে পারবে সবাই । 

সিরিজটির প্রথম পাঁচটি এপিসোড দর্শকেরা সম্পূর্ণ বিনামূল্যে বায়োস্কোপে উপভোগ করতে পারবেন। এরপরের প্রতি পাঁচ এপিসোড দেখা যাবে মাত্র ২০ টাকায়! যেকোনো অপারেটর থেকেই দর্শকেরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় কে-ড্রামা সিরিজটি। 
টুইস্টে ভরা ভিন্নধর্মী গল্পের কারণে ‘মিস্টার কুইন’ বিশ্বব্যাপী সমাদৃত। ‘মিস্টার কুইন’-এর বাংলা ডাবিং-এ কণ্ঠ দিয়েছেন দেশের তারকা অভিনেত্রী টয়া এবং অভিনেতা সায়েদ জামান শাওন। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাওয়া এই সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত দর্শকেরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here