বায়ুদূষণ রোধে ঢাকার মাতুয়াইল ও আমিনবাজারসহ অন্যান্য এলাকায় অভিযান

0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা ও অন্যান্য এলাকায় গতকাল বায়ু ও পরিবেশ দূষণ রোধে অভিযান চালানো হয়েছে। মাতুয়াইল ও আমিন বাজার এলাকায় ময়লা পোড়ানোর দায়ে কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্মাণ সামগ্রী দিয়ে বায়ু দূষণ করায় ঢাকা মহানগরের মাতুয়াইল, বনানী, কলাবাগান, ধানমন্ডি লালমাটিয়া ও আমিন বাজারে চারটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। তিনটি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসীকে বায়ু দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জানানো হয়েছে।

বরিশালের লথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি ও সরবরাহের অভিযোগে দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। একটি মামলায় জরিমানাসহ ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকান ও সাধারণ মানুষকে পলিথিন ব্যবহার না করার জন্য বলা হয়েছে।

গাইবান্ধা জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনটি মামলায় ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ইটভাটার চিমনী ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ রোধে এই ধরনের অভিযান চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here