বায়ুদূষণ থেকে রক্ষা পেতে সতর্কতামূলক পরামর্শ

0

রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার জনসাধারণকে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করা এবং অতি প্রয়োজন ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের (অসুস্থ, বৃদ্ধ, শিশু) বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শুষ্ক মৌসুমে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুমান মাঝে মাঝেই অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান মনিটরিং কেন্দ্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের ওয়েবসাইটে (https://doe.portal.gov.bd/) এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) নিয়মিত প্রকাশ করা হচ্ছে। 

একিউআই প্রতি ঘণ্টায় পরিবর্তিত হয়। আজ ৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুমান (একিউআই-২৫০)। যা খুব অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে। এ প্রেক্ষাপটে ঢাকাসহ আশেপাশের এলাকার জনসাধারণকে এই পরামর্শ প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সূত্র : বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here