হ্যারি কেইনের দলবদল নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে। যেখানে বায়ার্ন মিউনিখের নামটা বারবার আসছিল। অবশেষে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে বুন্ডেসলিগার ক্লাবটি, এমনটাই জানাচ্ছে ব্রিটিশ ও জার্মান সংবাদমাধ্যমগুলো।
গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১০ কোটি ইউরোর বেশি মূল্য দিয়ে ইংলিশ এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে যাচ্ছে বায়ার্ন। চুক্তির ব্যাপারে যোগাযোগ করতে ক্লাবটির সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টর্স। যদিও তারা কোনো মন্তব্য করেনি।
এদিকে রবের্ত লেভানডোভস্কি ক্লাব ছাড়ার পর বায়ার্ন খুব করে একজন স্ট্রাইকার খুঁজছে। আর কেইন যদি নিশ্চিত হয়, তবে এই খরা কাটবে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের। একইসঙ্গে লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ও বনে যাবেন তিনি।