বায়ার্নের হারে জমে উঠেছে বুন্ডেসলিগার শিরোপা লড়াই

0

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার স্বস্তি। দ্বিতীয়ার্ধে ছন্দপতন। ১৪ মিনিটের মধ্যে তিন গোল হজম করল বায়ার্ন মিউনিখ। মাইন্সের বিপক্ষে তাদের হারে বুন্ডেসলিগার শিরোপা লড়াই আরও জমে উঠল। প্রতিপক্ষের মাঠে শনিবার (২২ এপিল) লিগ ম্যাচটি ৩-১ গোলে হেরেছে টমাস টুখেলের দল।

গত ১০ আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড, শনিবার দিনের পরের ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে শীর্ষে ওঠার সুযোগ তাদের সামনে।

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ৬ ম্যাচের কেবল একটি জিতেছে বায়ার্ন। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ ড্র করে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় তারা। মাঝে তারা ছিটকে যায় জার্মান কাপের শেষ আট থেকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here