বাবা-মেয়েকে কুপিয়ে হত্যা; অভিযুক্ত যুবক গ্রেফতার

0

লক্ষ্মীপুরের রামগতিতে বাবা ও মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি জাকির হোসেন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে কমলনগর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, নিহত বাদশা মিয়ার ছেলে বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন। 

মামলার আগে বিবাহবিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় পশ্চিম চর কলাকোপা গ্রামে ৫০ বছর বয়সী বাদশা মিয়া ও তার মেয়ে রাশেদা আক্তারকে (২২) কুপিয়ে হত্যা এবং বাদশা মিয়ার স্ত্রী আঙ্কুরি বেগমকে রক্তাক্ত জখমের ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া চরকলা কোপা গ্রামের মৃত তোবারক আলীর ছেলে। অভিযুক্ত সুমন পেশায় ইট ভাটার শ্রমিক ও সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক সুমনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here