বাবা-মাহারা শিশুদের সাথে ‘ঈদ আনন্দ’ ভাগ করে নিতে অন্যরকম এক ফুটবল ম্যাচ আয়োজন করেছিল জয়পুরহাট জেলা প্রশাসন। স্থানীয় শিশু পরিবার মাঠে জেলা প্রশাসন একাদশ বনাম শিশু পরিবার একাদশের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় জেলা প্রশাসন একাদশ ৪-২ গোলে শিশু পরিবার একাদশকে হারায়।
জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, বাবা-মাহীন শিশুদের চার দেয়ালের মধ্যে কাটে বছরের পুরোটি সময়। এই নিষ্পাপ মুখ বাঁধভাঙা উল্লাসে রঙিন হয়ে ওঠে ঈদের এই দিনটিতে। আমরা সকলেই অত্যন্ত আনন্দিত তাদেরকে নিয়ে খেলতে পেরে। এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ছিল মূল উদ্দেশ্য।