বাবা-মায়ের পা ধুয়ে দিলেন তিন শতাধিক সন্তান

0

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাবা-মায়ের পা ধুয়ে দিলেন প্রায় তিন শতাধিক সন্তান। 

শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে পূজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা পরিচালনা করেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। 

পরে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের পরিচালনায় নানা উপাচার দিয়ে বাবা-মায়ের পা ধুয়ে পূজা করেন প্রায় তিন শতাধিক সন্তান। এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে অনেক বাবা-মা ও সন্তানেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় সনাতন ধর্মালম্বীর প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, বর্তমান সময়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো বৃদ্ধি পাচ্ছে। বাবা-মাকে এভাবে পূজা করার মাধ্যমে বাবা-মায়ের সাথে সন্তানের ভিন্ন এক সম্পর্ক সৃষ্টি হবে। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে এই কার্যক্রম করার ইচ্ছা আছে। তবে সার্বজনীনভাবে সকল ধর্মের জন্য যদি বাবা-মাকে আরাধনা করার কোন প্রক্রিয়া করা গেলে সেটা আরও ভাল হবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here