বাবা বলেছিলেন একা কাশ্মীর যেও না : শাহরুখ

0

কাশ্মীরের পহেলগামে নির্মম জঙ্গি হামলায় রক্তাক্ত ভারতের ভূস্বর্গ। বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শাহরুখ খান। তার কণ্ঠে উঠে এলো এক গভীর ব্যক্তিগত স্মৃতি—কাশ্মীর নিয়ে তার আত্মিক টান ও বাবার প্রতি অমোচনীয় ভালোবাসা। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বলিউডের আরও বহু তারকা, তাদের মধ্যে অন্যতম শাহরুখ ও সালমান খান।

কাশ্মীর প্রসঙ্গে শাহরুখের সঙ্গে জড়িয়ে আছে এক আবেগঘন স্মৃতি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক পর্বে অভিনেতা জানিয়েছিলেন, জীবনে বহুবার কাশ্মীরে যাওয়ার সুযোগ পেলেও তিনি কখনও যাননি। কারণ? তার বাবা বলতেন, ‘কাশ্মীর একা যেও না, আমি তোমায় নিয়ে যাব।’ শাহরুখের ঠাকুমা জন্মসূত্রে কাশ্মীরি ছিলেন। তার বাবা খুব ভালো করেই চিনতেন কাশ্মীরের অলিগলি।

২০১২ সালে যশ চোপড়ার ছবি ‘যাব তাক হ্যায় জান’-এর শুটিংয়ের জন্য প্রথমবার কাশ্মীরে যান শাহরুখ। বাবার প্রতি অগাধ ভালোবাসা এবং যশ চোপড়ার প্রতি শ্রদ্ধার কারণেই এই সফর সম্ভব হয় বলে জানিয়েছেন কিং খান। ‘যশজি আমার বাবার মতো, তাই তার কথায় না বলতে পারিনি,’ জানান অভিনেতা। সেই সফরে শাহরুখের অনুভব ছিল, যেন বাবার স্মৃতিমাখা পথেই তিনি হাঁটছেন।

এই আবেগঘন স্মৃতির বিপরীতে পহেলগামে ঘটে যাওয়া বর্বরতার প্রতিবাদ জানিয়ে শাহরুখ তার এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘পহেলগামে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে শোকপ্রকাশের কোনও ভাষা নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আমার গভীর সমবেদনা রইল। আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং ন্যায়বিচার পাই।’

কাশ্মীর শুধুই একটি শুটিং লোকেশন নয়, শাহরুখের হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগের নাম। তাই সেই ভূস্বর্গে এমন বিভীষিকার ঘটনায় স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here