আজ ‘বিশ্ব বাবা দিবস’। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সময়ের আলোচিত তারকা পরীমণি। রবিবার ভোর ৫টার দিকে ‘খোঁচা’ দিয়ে এই পোস্ট করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।
সেই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা— এটি পরীমণি তার সন্তানের বাবাকে উদ্দেশ্য করেই লিখেছেন।
সম্প্রতি রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার সহ-অভিনেত্রীদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় রাজ-পরীর দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। তখনই জানা যায়, আলাদা থাকছেন দু’জনে। মাঝে মাঝে সন্তানকে দেখতে আসেন রাজ।