বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সন্তানরা। শুক্রবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাফিজ উদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেন গ্রামবাসী ও নিহতের পরিবার।
মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বিচার চান ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হাতে নিহত হাফিজ উদ্দিনের চার ছেলে। তারা বলেন, ‘আমাদের বাবার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাই। বাবা হত্যার ন্যায় বিচার না পেলে আমরা চার ভাই একসাথে আত্মহত্যা করব’।
নিহত হাফিজ উদ্দিনের স্ত্রী ও মামলার বাদী শাহানা আক্তার বলেন, প্রতিপক্ষের লোকজন আবার আমাদের নামে মামলা দিয়েছে। আমরা নাকি ওদের বাড়ি লুট করে বেড়াচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামীর হত্যার বিচার চাই।
সরাইল থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুল হোসেন বলেন, মামলার মূল আসামি রায়হানকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, চলতি বছরের গত ৯ মে উপজেলার হরিপুর গ্রামের মজিবুর রহমানের মুদি দোকান চুরি হয়। নিহত হাফিজ উদ্দিন সেই চুরির মালামাল সালিসি বৈঠকের মাধ্যমে মজিবুর রহমানকে ফিরিয়ে দেয়। তারপর থেকে সালিশে সাব্যস্ত হওয়া চোর রায়হানসহ তার সহযোগীরা সালিশকারক হাফিজ উদ্দিনের উপর ক্ষিপ্ত হয়। এর জেরে ধরে গত ৪ আগষ্ট বিকাল ৫টার দিকে হাফিজ উদ্দিনকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে মসজিদের কাছে এলোপাতারি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকেরা। ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।