বাবার মৃত্যুর দৃশ্য শুরু হতেই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যান ববি

0
বাবার মৃত্যুর দৃশ্য শুরু হতেই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যান ববি

বাবা ধর্মেন্দ্রকে নিয়ে বরাবরই আবেগপ্রবণ দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। বাবাকে দেখেই সিনেমাজগতে পা রেখেছিলেন তারা। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর একদিন পেরিয়ে গেলেও মুখ খোলেননি পরিবারের কেউ। 

সম্প্রতি পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বাবা ধর্মেন্দ্রর মৃত্যুর প্রসঙ্গ উঠতেই অশ্রুসিক্ত হন ববি দেওল।

২০২৩ সালে মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র। এ প্রসঙ্গে ববি দেওল জানিয়েছিলেন, ছবিতে তিনি তার বাবার মৃত্যুর দৃশ্যটি দেখতে পারেননি। দৃশ্যটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সিনেমা হল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। কারণ, তিনি তার বাবার মৃত্যু সহ্য করতে পারতেন না।

এই ছবি মুক্তির আগে করণ জোহর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন। 

ববি বলেন, আমি কিছুতেই বাবার মৃত্যু মেনে নিতে পারব না। তারপর থেকে কখনো ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি দেখেননি ববি।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে ধর্মেন্দ্র অভিনীত শেষ সিনেমা ‘ইক্কিস’। এতে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি চলতি বছর ক্রিসমাসে মুক্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here