৫৬ বছর বয়সে জীবনে নতুন ইনিংস শুরু করেছেন সালমান খানের ভাই এবং বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় সুরা খানের সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। গত সপ্তাহে বিয়ের কয়েক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। বড়দিনের আগের সন্ধ্যায় সেই জল্পনাই সত্য হলো।
সুরার সঙ্গে আরবাজের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান পরিবারের সদস্যরা। সালমান-সোহেল তো বটেই, ছিলেন তাদের বাবা সেলিম খানও। ৫৬ বছর বয়সে নতুন করে সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছেন আরবাজ। অথচ এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নাকি বাবার অনুমতি পর্যন্ত নেননি তিনি। ছেলের এমন দুঃসাহসে কি চটেছেন বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার?
সেলিম আরও বলেন, ‘‘আরবাজ নিজে যথেষ্ট পরিণতমনস্ক, ও নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারে। সেখানে আমার সঙ্গে আলাপ-আলোচনার তো কোনও দরকার নেই। আমার অনুমতি নেওয়ারও দরকার নেই। আমাকে আরবাজ জানিয়েছিল যে ও বিয়ে করছে। আমি মনে করি না যে প্রাপ্তবয়স্ক কারও জীবনের সিদ্ধান্তে নাক গলানোর কোনও প্রয়োজন আছে।’’