বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

0

গাজীপুরের কালিয়াকৈরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে সোহেল মিয়াকে (২৭) আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগজ্ঞ উপজেলার কুগারিয়া এলাকার নিহতের শালিকার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার নিজ পিতা মোজাফ্ফর হোসেন(৫৮)কে উপজেলার র্পূব চান্দরা মুন্সিরটেক এলাকার শওকত হোসেনের ভাড়া বাড়িতে রুমের দরজা বন্ধ করে সোহেল মিয়া তার পিতাকে বটি দা দিয়ে কুপিয়ে যখম করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নিলে সেখানকার র্কতব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর দিন সকালে নিহতের সেজু ছেলে আপেল মিয়া কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকেই ঘাতক সন্তান সোহেল মিয়া পলাতক ছিলেন। এদিকে ঘটনার পর পরই অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযানে নামে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে কালিয়াকৈর থানার এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গাইবান্ধা থেকে ছেলেকে আটক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here