বাবর আজমকে আইসিসির শাস্তি

0
বাবর আজমকে আইসিসির শাস্তি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আচরণবিধি ভাঙার অপরাধে আইসিসি পাকিস্তানের ক্রিকেট তারকা বাবর আজমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সিরিজে সর্বোচ্চ রান করেও শেষ পর্যন্ত রেহাই মিলল না শাস্তি থেকে।

পাকিস্তানের এই ব্যাটিং তারকাকে আইসিসির কোড অব কন্ডাক্ট লেভেল-১ ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট, যা গত ২৪ মাসে তার প্রথম অপরাধ।

তৃতীয় ওয়ানডের ২১তম ওভারে আউট হওয়ার পর বাবর ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। আচরণবিধির ২.২ ধারা-অর্থাৎ ‘ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহার’-এর আওতায় পড়ায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রাশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদির প্রতিবেদন অনুযায়ী ম্যাচ রেফারি আলী নাকভি এই শাস্তির সুপারিশ করেন। তবে বাবর অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধে ন্যূনতম সতর্কবার্তা থেকে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ কাটাসহ এক বা দুই ডিমেরিট পয়েন্টের শাস্তি দেওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here