বান্দরবান শহরে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে একটি আবাসিক হোটেলে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা এবং সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক সবাই কক্সবাজার জেলার উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা।
আটক ব্যক্তিরা হচ্ছেন-সিদ্দিক (২১), হাসান (২০), আরাফাত (২০), হোসাইন (২২), সালাম (২৫), ইউসুফ (২১), নুর আলম (৫০), মো. জোহর (৩৫), আলিম উল্লাহ (২৬), রুহুল আমিন (২২), হাফিজুর রহমান (২৮), নুর আলম (৩৭), হোসেন আহমদ (৩৬), হাকিম (৩০), আলম (৩০), জাফর হোসেন (২২), আরিফ (৩০), আহমুদুল (৫২) এবং দুই কিশোর।
বান্দরবান সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, আটক রোহিঙ্গারা অন্য এলাকায় কাজের কথা বলে ক্যাম্প থেকে বেরিয়ে আসে। এর আগেও তারা ক্যাম্পের বাইরে গিয়ে কক্সবাজারসহ আশপাশের এলাকায় কাজ করে ক্যাম্পে ফিরে গেছে বলে জানিয়েছে আটক রোহিঙ্গা সদস্যরা।