বান্দরবানে রাবার শ্রমিক অপহরণের ঘটনায় আটক ৪

0

বান্দরবানের লামার বিভিন্ন রাবার বাগান থেকে ২৬ শ্রমিক অপহরণ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবান জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শিমন ত্রিপুরা, জ্যাকসন ত্রিপুরা, জয়ন্ত ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা। তারা সবাই ত্রিপুরা সম্প্রদায়ের স্থানীয় যুবক। 

পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে ২০ ফেব্রুয়ারি তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও সিম কার্ড, ২টি মোটরসাইকেল, একটি টর্চ লাইট ও একটি চার্জার হেডলাইট জব্দ করা হয়।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি লামা উপজেলার গজালিয়া মুরং ঝিরি এলাকার ৬টি রাবারবাগান থেকে সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে ২৬জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়। পরদিন সন্ত্রাসীদের আস্তানা থেকে জিয়াউর রহমান নামে একজন শ্রমিক পালিয়ে আসতে সক্ষম হয়। অন্য ২৫ জনের মুক্তির জন্য মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে রাবার বাগান মালিকদের। সন্ত্রাসীদের দেয়া কয়েকটি বিকাশ নাম্বারে এসব টাকা পাঠানো হয়।

পুলিশ বলেছে, বিকাশ অ্যাকাউন্টযুক্ত মোবাইল নম্বরের সূত্র ধরেই আসামিদের আটক করা সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here