বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির মামলা, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ এবং ‘কেএনএফ’ সংশ্লিষ্টতার অভিযোগে জেসি জিংরিনহ পার বম (২০) নামে আরও এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জেসি জিংরিনহ পার বম রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের বাসাতলাং পাড়ার বাসিন্দা।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট সাব ইন্সপেক্টর প্রিয়েল পালিত জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে যৌথবাহিনীর সদস্যরা রুমা থেকে জেসি জিংরিনহ পার বমকে গ্রেফতার করে। বুধবার (০১ মে) দুপুরে ওই নারী আসামিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের এজলাসে তোলা হয়। বিজ্ঞ আদালত আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।