বান্দরবান পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের একমাত্র মনোনীত প্রার্থী মো. সামশুল ইসলাম।
সোমবার মনোনয়নপত্র বাছাইকালে একমাত্র মনোনয়নপত্র দাখিলকারী মো. সামশুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এই পদে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করার পথে আর কোন বাধা নেই।
গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার নির্বাচিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী মৃত্যুবরণের পর পদটি শূন্য থাকায় নির্বাচন কমিশন মেয়র পদে উপ-নির্বাচনের সিডিউল ঘোষণা করেন। আগামী ১৭ জুলাই এই নির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল।