ঝড়ো-বৃষ্টির মাঝে নিজ বাড়ির উঠোনে ঝরে পড়া আম কুড়াতে গিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বজ্রপাতে আয়েশা সিদ্দিকা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বৃষ্টির সাথে ঝড়ো বাতাসে বাড়ির উঠোনে থাকা আম গাছ থেকে ঝরে পড়া আম কুড়াতে যায় শিশু কন্যা আয়েশা সিদ্দিকা। এসময় বজ্রপাতে আম গাছটি ভেঙে শিশু কন্যার উপরে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।