বান্দরবানের আলীকদম উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার ২৯ ডিসেম্বর রাতে উপজেলা সদরের খুইল্ল্যা মিয়া পাড়া এলাকায় থেকে মোছা. রুমা আক্তার (৩০) নামের ওই নারীকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোছা. রুমা আক্তার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ইয়াবা কেনা-বেচা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ সদস্যরা অভিযান চালিয়ে রুমা আক্তারকে গ্রেফতার করে। তবে তার সাথে থাকা নজরুল ও রুহুল আমিন নামে দুইজন পালিয়ে যায়। এসময় একটি গোয়ালঘর থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য ৬০ হাজার টাকা।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।