বান্দরবানের লামা উপজেলায় দেশীয় বন্দুকসহ জুয়েল ত্রিপুরা (২৮) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার বিকেলে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে ওই এলাকায় চাঁদাবাজি করে আসছিল জুয়েল ত্রিপুরাসহ আরো ২ সহযোগী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুইজন পালিয়ে গেলেও সেনা সদস্যরা জুয়েল ত্রিপুরাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক, একটি মোবাইল, মানিব্যাগ এবং কিছু কাগজপত্র জব্দ করা হয়। পরে আটককৃত জুয়েল ত্রিপুরাকে লামা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃত জুয়েল ত্রিপুরা লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং গ্রামের বাসিন্দা।