বান্দরবানের রুমায় উহ্লামং মারমা (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত চেয়ারম্যানের স্ত্রী ঙাং এন ময় বম অভিযোগ করেন, চাঁদা আদায় করার জন্যই নবগঠিত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এই অপহরণের ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে কেএনএফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রুমা থানার ওসি মো. শাহজাহান জানান, অপহরণের প্রাথমিক খবর শুনেছি। এখনো এ ব্যাপারে বিস্তারিত জানি না।
অপহৃত উহ্লামং মারমা ১ নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি একই ইউনিয়নের চান্দাপাড়ার বাসিন্দা।