বরিশালের বানারীপাড়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি অবৈধ ইটভাটা থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে ভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। একই উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সাতটি দোকান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর নেতৃত্বে বানারীপাড়া উপজেলার মসজিদবাড়ি ও ঝিরাকাঠীর তিনটি এবং কাজলাহার এলাকার একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়। এ সময় চারটি ভাটা থেকে চার লাখ টাকা জরিমানা আদায় এবং ভাটা গুঁড়িয়ে দিয়ে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় পরিবেশ অধিপ্তদরের ভ্রাম্যমাণ আদালত।