‘বাদীকে দেখে মাথা ঠিক ছিল না, কিছু চড়-থাপ্পড় দিয়েছি’

0

জমি সংক্রান্ত মামলার বিষয়ে আইনজীবীর চেম্বারে গিয়ে হামলার শিকার হয়েছেন এক বিচারপ্রার্থী। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাকের চেম্বারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রাণ গোপাল নন্দীর অভিযোগ, মানিকগঞ্জ ১ নম্বর আদালত ভবনের দ্বিতীয় তলায় আইনজীবী আব্দুর রাজ্জাকের চেম্বারে গেলে প্রতিপক্ষের আইনজীবী মাসুদ আনছারী তাকে চেম্বারের মধ্যেই মারধর করেন।

প্রাণ গোপাল নন্দী বলেন, ‘তার ঘুষিতে আমার একটি চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়ে আমি সদর হাসপাতালে তর্তি হই। এ ঘটনায় লোকজন বাধা দিতে গেলে তারাও নাজেহাল হন।’ সুস্থ হয়ে তিনি মামলা করবেন বলে জানান। জানা গেছে, প্রাণ গোপাল নন্দী শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকার বাসিন্দা।

তার পৈত্রিক সম্পত্তি জবরদখল থেকে উদ্ধারের চেষ্টা করছেন দীর্ঘদিন থেকে। প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে তার জমি দখল করে রেখেছিল।
পরিবর্তিত পরিস্থিতিতে তিনি আদালতের মাধ্যমে এই জমি উদ্ধারের জন্য মামলা করেন। মামলাটি আদালতে চলমান।

ঘটনার দিন সকালে আইনজীবীর চেম্বারে গেলে অ্যাডভোকেট মাসুদ আনসারী সকলের সামনে প্রাণ গোপাল নন্দীকে মারধর করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আইনজীবী মাসুদ আনছারী বলেন, ‘১৯৭৪ সালে সাড়ে তিনশত শতাংশ জমি আমাদের কাছে বিক্রি করে তার শরিকরা ভারতে চলে যান। আমাদের নামে খারিজ খাজনা রয়েছে। এখন নতুন করে জায়গা বিক্রি করার চেষ্টা করছেন।’

তিনি আরো বলেন, ‘রাজ্জাক সাহেবের চেম্বারে বাদীকে দেখে মাথা ঠিক ছিল না। কিছু চড়-থাপ্পর দেওয়া হয়েছে।’

সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার চেম্বারে এসে আমার মক্কেলকে মাসুদ আনছারী মারধর করেছে। আমাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেছে। এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি ও  সম্পাদককে অবহিত করা হয়েছে। তারা বলেছেন এ বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here