নতুন বছরের প্রথমদিন আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
বুধবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পূর্বাচলের ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারে ‘২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।
মেলা কর্তৃপক্ষ জানান, মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী), নারায়ণগঞ্জ ও নরসিংদী হতে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে এবং মেলা প্রাঙ্গণ থেকে শাটল বাসের সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত ১১ টায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী) টু মেলা প্রাঙ্গণ ভাড়া-৭০.০০ টাকা; কুড়িল বিশ্বরোড টু মেলা প্রাঙ্গণ ভাড়া-৩৫.০০ টাকা; নারায়ণগঞ্জ টু মেলা প্রাঙ্গণ ভাড়া-১২০.০০ টাকা; নরসিংদী টু মেলা প্রাঙ্গণ ভাড়া-৯০.০০ টাকা; মেলা প্রাঙ্গণ হতে গুলিস্থান ভাড়া-৮০.০০ টাকা এবং গুলিস্থান টু নারায়ণগঞ্জ ভাড়া-৪৫.০০ টাকা (জন প্রতি) নির্ধারণ করা হয়েছে। এছাড়া, উবারের মাধ্যমে বিশেষ ছাড়ে মেলায় যাত্রী পরিবহনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মেলা কর্তৃপক্ষ জানান, এবারের মেলার টিকিটের মূল্য (জন প্রতি) ৫০.০০ টাকা (প্রাপ্ত বয়স্ক) এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫.০০ টাকা (পঁচিশ) নির্ধারণ করা হয়েছে। তবে বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিগণ তাদের কার্ড প্রদর্শনপূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। পূর্বের ন্যায় মেলাটি মাসব্যাপী সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে (সাপ্তাহিক ছুটির দিনসমূহে রাত ১০টা পর্যন্ত)।
বাংলাদেশ ব্যতীত ০৭টি দেশের মোট ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো-ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া।